Notice Details

Saraswati Puja 2020

বিজ্ঞপ্তি

আগামী ১২ ই ফেব্রুয়ারী (বুধবার) ছাত্রী দের জন্য কলেজে সরস্বতী পূজা উপলক্ষে খাওয়ার আয়োজন করা হয়েছে। প্রতি বছরের মত এ বছর ও খাওয়ার আগে ওইদিন ছাত্রীদের হাতে আঁকা ছবি ও হস্তশিল্পের প্রদর্শনী হবে। যে সব ছাত্রী প্রদর্শনীতে অংশগ্রহণ করবে তাদের নির্দেশ দেওয়া হচ্ছে তারা যেন বুধবার ১০:৩০ টার মধ্যে এসে তাদের জিনিসপত্র নির্দিষ্ট স্থানে সাজিয়ে রাখে।

 

চিত্র প্রদর্শনীর স্থান ROOM NO – VB 3. 

( সময় ১১ টা থেকে ১: ৩০ টা)

 

হস্তশিল্প প্রদর্শনীর স্থান ROOM NO – NB 8.

( সময় ১১ টা থেকে ১: ৩০ টা)

 

সরস্বতী পূজার খাওয়া –

নেতাজী ভবন ও বিদ্যাসাগর ভবনের ১ তলা ,

সময় – দুপুর ১ টা।


“ আমাদের এখন সেই শিক্ষাই সর্বাগ্রে প্রয়োজন যার দ্বারা চরিত্র গঠন হয়, মনের শক্তি বাড়ে,বৌদ্ধিক বিকাশ হয় এবং সর্বোপরি যে শিক্ষা মানুষকে নিজের পায়ে দাঁড়াতে শেখায়। “
-স্বামী বিবেকানন্দ