Serampore Girls' College

13, T.C. Goswami Street, Serampore, Hooghly - 712201, West Bengal, India

Established in 1981, Affiliated to the University of Calcutta

Re-accredited by NAAC (3rd Cycle): B++
Download Attachment

শ্রীরামপুর গার্লস কলেজ

১৩,  টি সি গোস্বামী স্ট্রিট, শ্রীরামপুর, হুগলি, ৭১২ ২০১

www.seramporegirlscollege.org

 

পরীক্ষার দিন প্রশ্নপত্র প্রাপ্তি উত্তরপত্র জমা / আপলোড করার নির্দেশনা

(পার্ট - III অনার্স এবং জেনারেল পরীক্ষা - 2020)

বিভাগ - : প্রশ্নপত্র প্রাপ্তির নির্দেশনা

নির্ধারিত পরীক্ষার দিন সকাল ১১:৩০ মিনিটে কলেজ ওয়েবসাইট-এর থেকে প্রস্নাপত্র ডাউনলোড করে নিতে হবে।

http://seramporegirlscollege.org

অথবা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট  - এ প্রস্নপত্র পাওয়া যাবে। ওয়েবসাইটগুলি হল -

https://www.cuug.in/

https://www.cuug20.in/

https://www.culibrary.ac.in/

 

নিয়মিত আপডেটের জন্য কলেজ ওয়েবসাইট চেক করতে হবে সচেতন ভাবে

পার্ট III পরীক্ষা ( ডিজিটাল মোড)

 

বিভাগ - ২ : উত্তরপত্র আপলোড করার নির্দেশনা

  • পরীক্ষার সময় দুপুর ১২ টা থেকে দুপুর টো পর্যন্ত  (12 noon to 2:00 pm).
  • A4 পৃষ্টায় উত্তর লিখতে হবে। ডায়রির পৃষ্ঠা বা রুলটানা পৃষ্ঠায় লেখা যাবে না। প্রতি পৃষ্ঠায় লিখতে হবে (one side)
  • উত্তরপত্র ক্রমানুসারে পৃষ্ঠা সংখ্যা নির্দেশ করে দিতে হবে, প্রতি পৃষ্ঠার নীচে।
  • রোল নম্বর , রেজিস্ট্রেশন নম্বর , পরীক্ষার তারিখ , বিষয় কোড এবং পত্র (১ম, ২য়, ৩য়) প্রথম পাতায় লিখতে হবে (Front page)
  • তবে প্রতি পাতায় রোল নম্বর , রেজিস্ট্রেশন নম্বর লেখা  আবশ্যক।
  • পৃষ্ঠা নম্বর অবশ্যই প্রতি পৃষ্ঠার নীচে লিখতে হবে।
  • উত্তর পত্র লেখার ক্ষেত্রে একমাত্র কালো / নীল কালি ব্যাবহার করতে হবে।
  • অ্যাডোব স্ক্যান (Adobe Scan)  অথবা ডক স্ক্যানারের (Doc Scanner)  মতো মোবাইল অ্যাপ্লিকেশন গুলি ব্যবহার করে তোমার উত্তর পত্রগুলি স্ক্যান করতে হবে। এবং সেগুলি রূপান্তর (convert)  করতে হবে একক পি ডি এফ (Single Pdf) ফাইলে। (টিউটোরিয়াল ভিডিও লিঙ্কটি শেষে দেওয়া আছে) এবং তারপরে কলেজ ওয়েবসাইট - এ আপলোড করতে হবে। উত্তরপত্র সঠিক ভাবে স্ক্যান করা এবং ঠিক হয়েছে কিনা তা নিশ্চিত করতে তুমি ক্রপ বিকল্পগুলি (Crop option) ব্যাবহার করতে পারো

শ্রীরামপুর গার্লস কলেজ

১৩,  টি সি গোস্বামী স্ট্রিট, শ্রীরামপুর, হুগলি, ৭১২ ২০১

www.seramporegirlscollege.org

 

  • পরীক্ষা শেষ হওয়ার ৩০ মিনিটের মধ্যে তোমাকে উত্তরপত্র জমা দিতে হবে নিম্নলিখিত লিঙ্কের মাধ্যমে ( দুপুর টা থেকে দুপুর :৩০ মিনিটের মধ্যে (from 1pm to 2:30pm)

 https://www.seramporegirlscollege.org/

  https://seramporegirlscollege.in/

  • ঠিকমতো হয়েছে কিনা নিশ্চিত হওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর - এ যথাযত ভাবে প্রবেশ করতে হবে। যদি রোল নম্বর  বা রেজিস্ট্রেশন নম্বর ভুল হয় তাহলে উত্তরপত্র জমা দিতে পারবে না।
  • যদি উত্তরপত্র লম্বা বা দীর্ঘ হয় তাহলে হয়ত উত্তরপত্রের   নথি  কলেজ ওয়েবসাইট - এ আপলোড দেরি হতে পারে।
  • যদি আপলোড না হয় , সেক্ষেত্রে পুনরায় চেষ্টা করতে হবে এবং “জমা দেওয়া সফল হয়েছে” (“Submitted Successfully”) এই বার্তাটি না পাওয়া প্রযন্ত।

 

সাধারন ঐচ্ছিক বিষয়ের তালিকা বি. এ, বি.এসসি ছাত্রীদের জন্য ওয়েবসাইটে প্রকাশিত হবে ২৯.০৯.২০২০ তারিখে।

সাধারণ ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা প্রথম ঐচ্ছিকের মতো আদেশ অনুসারে অনুষ্ঠিত হবে। প্রথম দিনে প্রথম ঐচ্ছিক বিষয় ; তারপর দ্বিতীয় দিনে দ্বিতীয় ঐচ্ছিক বিষয় , তারপর তৃতীয় দিনে তৃতীয় ঐচ্ছিক বিষয় পরীক্ষা হবে।

মোবাইল স্ক্যানিং অ্যাপ্লিকেশন গুলি ডাউনলোড করার জন্য লিঙ্ক গুলি হল -

অ্যাডোব স্ক্যান ডাউনলোড লিঙ্ক :

https://play.google.com/store/apps/details?id=com.adobe.scan.android&hl=en

 

ডক স্ক্যানার :

https://play.google.com/store/apps/details?id=net.doc.scanner&hl=en_IN

 

  • সফট্ কপি পি ডি এফ জমা দেওয়ার সময় : অনলাইন মোড : ( দুপুর টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত)

বা

  • হার্ড কপি জমা দেওয়ার সময় : অফলাইন মোড : দুপুর টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত (কলেজের কাউন্টারে)

 

 

শ্রীরামপুর গার্লস কলেজ

১৩,  টি সি গোস্বামী স্ট্রিট, শ্রীরামপুর, হুগলি, ৭১২ ২০১

www.seramporegirlscollege.org

 

ইউটিউব ভিডিও টিউটোরিয়াল লিঙ্ক :

https://www.youtube.com/watch?v=X2rBDCSEwvA&feature=youtu.be

. পি ডি এফ ফাইল তৈরি করা অ্যাডোব স্ক্যান ব্যাবহার কি ভাবে করবে

. কলেজ ওয়েবসাইট - পি ডি এফ ফাইল আপলোড করার পদ্ধতি